তুমি আসবে
তুমি আসবে,
সূর্যের হাসি হয়ে
অপেক্ষার দুঃসহ যন্ত্রণার অবসান ঘটিয়ে।
তুমি আসবে,
হিমেল বাতাস হয়ে।
তুমি আসবে,
শীতের কুয়াশার চাদর হয়ে।
তুমি আসবে,
গ্রীষ্মের এই প্রখর রোদে তৃষ্ণাত্ব হৃদয়ের
পিপাসা মিটিয়ে।
তুমি আসবে,
রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদ হয়ে
তুমি আসবে
ভোরের ভেজা ঘাসের শিশিরের মাঝে।
তুমি আসবে,
কোলাহল থেকে দূরে
আমার নীরব হৃদয়ে ।
হে প্রিয়,
আমি জানি
তুমি আসবে!!!
আজ হোক,কাল হোক
অথবা অন্য কোন দিন…
অথবা অন্য কোন বছর…
তবুও….
তুমি এসো।।
সৈয়দা বদরুন নেসা
নিউ ইস্কাটন, ঢাকা